পুলিশের ছোড়া গুলির সামনে দাঁড়ানো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে পুলিশের বুলেটে নিহত হন সাঈদ।
কোটা সংস্কার আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ৭১ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বেরোবি প্রশাসন।
রোববার (জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ১০৯তম সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী এ সিদ্ধান্তের কথা জানান।
এছাড়া, সাঈদ হত্যা, হামলা, ভাঙচুর ও সাঈদের মৃত্যুর জন্য দায়ী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয় সভায়।
আজ সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে এ সভা চলে।
শাস্তিপ্রাপ্ত ৭১ জন শিক্ষার্থীর মধ্যে ৩৩ জনকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে, বাকি ২৩ জনকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।
এছাড়া ছাত্রলীগের ১৫ জন সাবেক শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি।
গত বছরের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে সাঈদ নিহত হন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.