দূর্বার রাজশাহীর বিপক্ষে সাত উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে এবারই প্রথমবারের মতো সাত উইকেট পেলেন কোনো বোলার। তাসকিনের উত্তাপের দিনে ২০ ওভারে ৯ উইকেটে ১৭৪ রানে থেমেছে ঢাকা ক্যাপিটালসের ইনিংস।
শাহাদাত হোসেন দিপুর হাফ সেঞ্চুরি এবং স্টিফেন এস্কিনাজির আগ্রাসী ইনিংস এবং শেষদিকে থিসারা পেরেরার ক্যামিওতে এই সংগ্রহ গড়েছে ঢাকা। ইনিংসের প্রথম ওভারে রাজশাহীর হয়ে বল হাত নেন জিসান আলম। তার সেই ওভার থেকে আসে পাঁচ রান। দ্বিতীয় ওভারে তাসকিন আহমেদের বলে উইকেট হারায় ঢাকা। শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে যান লিটন দাস। তাসকিনের অতিরিক্ত বাউন্স সামলাতে না পেরে ব্যাট দিয়ে খোঁচা দেন লিটন। প্রথম স্লিপে সেটি লুফে নেন ইয়াসির আলী রাব্বি। পাঁচ বল খেললেও এ দিন রানের খাতা খুলতে পারেননি তিনি।
নিজের দ্বিতীয় ওভারে আবারও উইকেটের দেখা পান তাসকিন। অফস্টাম্পের একটু দূরে টার্ন করা বলে পরাস্ত হন তানজিদ। বলটি ৯ রান করা এই ওপেনারের ব্যাটের কানায় লেগে উইকেটের পেছনে চলে গেলে ক্যাচ লুফে নেন উইকেটরক্ষক আকবর আলী। এরপর উইকেটে এসে একটি ডট বল খেলে টানা দুটি চার মেরে ১৪ রানে দুই ওপেনারকে হারানো ঢাকার চাপ কিছুটা কমান শাহাদাত হোসেন দিপু।
১৭তম ওভারে বোলিংয়ে এসে আবারও ঢাকাকে বিপদে ফেলেন তাসকিন। শৈত্যপ্রবাহের এমন দিনে শুরুতে দুই উইকেট নেয়ার পর এই ওভারে আরও দুই উইকেট নেন এই পেসার। আগের ওভারে হাফ সেঞ্চুরি পূরণ করা দিপুকে প্যাভিলিয়নে ফেরান তিনি। ৪১ বলে ৫০ রান করে বাউন্ডারি লাইনে রায়ান বার্লকে ক্যাচ দিয়ে বিদায় নেন দিপু। তাসকিনের স্লোয়ার বল মাঠ পারতে করতে গিয়ে লং অফে ধরা পড়েন এই ব্যাটার।
সেই ওভারের পঞ্চম বলে চতুরাঙ্গা ডি সিলভাকে বিদায় করেন তাসকিন। তার শর্ট লেংথ ডেলিভারিতে অফ সাইডে হাঁকাতে গিয়ে উইকেটরক্ষক আকবরের তালুবন্দী হন এই শ্রীলঙ্কান। ফেরার আগে তিনি করেন এক রান। চতুরাঙ্গাকে বিদায় করে নিজের চতুর্থ উইকেট পূরণ করেন তাসকিন। বিপিএল ক্যারিয়ারে সাতবার চতুর্থ উইকেট নিয়েছেন তিনি, তার চাইতে বেশিবার এই টুর্নামেন্টে চার উইকেট নিতে পারেননি কোনো বোলার।
ম্যাচের শেষ ওভারে আরও তিন উইকেট নেন তাসকিন। ৯ বলে ১৩ রান করা আলাউদ্দিন বাবু, শূন্য রানে থাকা মুকিদুল ইসলাম মুগ্ধ এবং শুভম রাঞ্জানেকে ফিরিয়ে ক্যারিয়ারের প্রথমবারের মতো সাত উইকেট নেন তিনি।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.