বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সারজিস আলমসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ কয়েক নেতার ফেসবুক আইডি পাওয়া যাচ্ছে না। এ তালিকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবির সভাপতি সাদিক কায়েমের ফেসবুক আইডিও রয়েছে।
বুধবার (১ জানুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক গ্রুপে এ তথ্য জানানো হয়। আজ রাত ৯টার পর থেকে তাদের ফেসবুক আইডি পাওয়া যাচ্ছে না বলে জানানো হয়। এদিকে রাত সাড়ে ১০টার পর সার্চ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক আইডিও পাওয়া যায়নি।
জানা গেছে, প্রথম হাসনাত আবদুল্লাহর আইডি ডিজেবল দেখায়, এরপর সারজিস আলম ও সাদেক কায়েমের আইডিও ডিজেবল দেখায় ফেসবুক।
কে বা কারা হাসনাত, সারজিসদের ফেসবুক আইডি হ্যাক করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে Crack Platoon-Bangladesh Cyberforce নামের একটি ফেসবুক পেজে দাবি করা হয়েছে, তারা কারো কারো আইডি হ্যাক করেছে। অন্যরা হ্যাকিংয়ের ভয়ে আইডি ডিঅ্যাক্টিভ করে রেখেছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.