ইউরোপে গ্যাস সরবরাহে সোভিয়েত আমলে নির্মিত পাইপলাইন বন্ধ করে দিল ইউক্রেন

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়া ড্রোন হামলা চালিয়েছে। এতে অন্তত তিনজন আহত হয়েছে এবং দুটি জেলায় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছে। অন্যদিকে বুধবার (১ জানুয়ারি) ইউক্রেনের গ্যাস ট্রানজিট অপারেটর নাফটোগাজ এবং রাশিয়ার গ্যাজপ্রমের মধ্যে পাঁচ বছরের চুক্তির মেয়াদ শেষ হয়েছে।

যুদ্ধের মধ্যেও চুক্তিবদ্ধ থাকায় ইউক্রেনের ওপর দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহ করে আসছিল রাশিয়া। তবে নতুন বছরের শুরুতেই ইউরোপীয় গ্যাস বাজারে মস্কোর দীর্ঘ সময়ের আধিপত্যের শেষ হলো।

ইউরোপে রাশিয়ার প্রাচীনতম গ্যাস রপ্তানির রুট ছিল ইউক্রেন।সোভিয়েত আমলে নির্মিত একটি পাইপলাইন দিয়ে এই গ্যাস সরবরাহ করা হতো।

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে পাঁচ বছরের ট্রানজিট চুক্তির মেয়াদ ২০২৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। ইউক্রেনের গ্যাস ট্রানজিট অপারেটর মঙ্গলবার যে তথ্য সরবরাহ করেছে, তাতে দেখা গেছে, রাশিয়া পহেলা জানুয়ারি থেকে কোনো গ্যাস প্রবাহের অনুরোধ জানায়নি।
ইউরোপীয় কমিশন জানিয়েছে, ইউক্রেনের মধ্যদিয়ে ট্রানজিট শেষ হওয়ার পরও মহাদেশের গ্যাস ব্যবস্থা স্থিতিস্থাপক এবং সহনীয় রাখার পর্যাপ্ত ক্ষমতা তারা রাখে। ইউক্রেনের মাধ্যমে গ্যাস সরবরাহ চুক্তির মেয়াদ শেষ হলেও রাশিয়া এখনো কৃষ্ণ সাগরজুড়ে তুর্কস্ট্রিম পাইপলাইনের মাধ্যমে হাঙ্গেরির পাশাপাশি তুরস্ক এবং সার্বিয়াতে গ্যাস পাঠাতে পারবে।

এদিকে ইউক্রেনের বিমান বাহিনী শহরের দিকে ড্রোন হামলার বিষয়ে সতর্ক করার পরপরই সকালের আকাশজুড়ে বিস্ফোরণগুলো ছড়িয়ে পড়ে। মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, বিমান প্রতিরক্ষা শত্রুদের আক্রমণ প্রতিহত করছে এবং একটি আবাসিক ভবনের দুটি তলা আংশিকভাবে হামলায় ধ্বংস হয়ে গেছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.