জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি হামাসের আহ্বান

ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার মধ্যে অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণ যে প্রচণ্ড ঠাণ্ডায় মারা যাচ্ছে তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে প্রতিরোধ আন্দোলন হামাস।

এক বিবৃতিতে হামাস বলেছে, উদ্বাস্তু হওয়া লাখ লাখ মানুষকে প্রচণ্ড ঠাণ্ডা এবং বিপর্যয়কর পরিস্থিতি থেকে বাঁচানোর জন্য জরুরি ভিত্তিতে ত্রাণ সামগ্রী এবং তাবু প্রয়োজন। গাজায় আমাদের জনগণকে ত্রাণসামগ্রী দেয়ার জন্য জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মানবিক এবং আইনগত দায়িত্ব রয়েছে। এ বিষয়ে জরুরিভিত্তিতে তাদেরকে ব্যবস্থা নিতে হবে। গাজার জনগণ ইহুদিবাদী ইসরাইলের গণহত্যা ও জাতিগত নির্মূল অভিযানের শিকার বলেও এই বিবৃতিতে উল্লেখ করেছে হামাস।

গত দুই সপ্তাহে গাজা উপত্যকায় প্রচণ্ড ঠাণ্ডায় অন্তত সাত ফিলিস্তিনি মারা গেছেন যার মধ্যে ৬টি শিশু।

গত বছরের ৭ অক্টোবর ইসরাইল গাজা উপত্যকার ওপর বর্বর আগ্রাসন ও গণহত্যা শুরু করে। তাদের এই আগ্রাসনে গাজার বেশিরভাগ ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। ফলে লাখ লাখ মানুষ প্রচণ্ড শীতের মধ্যে উদ্বাস্তু অবস্থায় খোলা আকাশের নিচে অবস্থান করছেন যা পৃথিবীর ইতিহাসে অনেকটা নজরবিহীন ঘটনা। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.