ডলারের দাম নির্ধারণে ক্রলিং পেগের মধ্যম রেট বাড়লো

ডলারের দাম নির্ধারণের প্রক্রিয়া ক্রলিং পেগের মধ্যম রেট ২ টাকা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক। এর মাধ্যমে ১১৭ টাকা থেকে ১১৯ টাকায় উন্নীত করা হলো ক্রলিং পেগের মিড রেট।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

বিদেশি রেমিট্যান্স কেনার ক্ষেত্রে এর সঙ্গে আড়াই শতাংশ যুক্ত করা যাবে। বিক্রির সময় আরো এক শতাংশ যুক্ত করে মুনাফা নিতে পারবে ব্যাংক। এর বাইরে না যাওয়ার কড়া নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

অর্থনীতিবিদরা বলছেন, এভাবে ডলারের দাম ধরে রাখার চেষ্টা করলে কখনোই ডলার মার্কেট স্টেবল করা সম্ভব নয়। কারণ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে বারবার ব্যর্থ হয়েছে আগের সরকার। বৃদ্ধির ধারাবাহিকতায় ৮৪ টাকা থেকে এখন ১২৩ টাকায় উন্নীত হয়েছে ডলারের দাম। তারপরও দাম নির্ধারণের নিয়ন্ত্রণমূলক প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে গত ৮ মে একটি সার্কুলার জা‌রি করে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, ডলারের দর নির্ধারণের নতুন পদ্ধতি ‘ক্রলিং পেগ’ চালু করা হয়েছে। দীর্ঘদিন ১১০ টাকায় থাকা ডলারের অফিসিয়াল রেট একদিনে ১১৭ টাকায় উন্নীত করা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, ক্রলিং পেগ পদ্ধতিতে ডলার নির্দিষ্ট একটি সীমার মধ্যে কেনা-বেচা হবে। নতুন পদ্ধতিতে অর্থনীতির বিভিন্ন দিক বিবেচনা করে ডলারের দাম একটা সীমার মধ্যে বাড়বে বা কমবে। এ পদ্ধতিতে চাইলেও ডলারের দাম একবারে অনেক বেশি বাড়তে বা কমতে পারবে না। বাংলাদেশ ব্যাংক উচ্চসীমা ও নিম্নসীমা নির্ধারণ না করে মধ্যবর্তী সীমা নির্ধারণ করে দিয়েছে। ব্যাংকগুলোকে ডলার লেনদেনের ক্ষেত্রে এ দরের আশপাশে থাকতে বলা হয়েছে।

এদিকে প্রবাসী আয়ের জোরালো প্রবাহের ফলে কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত রোববার পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬১০ কোটি ডলার। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ২ হাজার ১৩৪ কোটি ডলার। দীর্ঘদিন পর বিপিএম৬ হিসাব অনুযায়ী রিজার্ভ দুই হাজার কোটি ডলার ছাড়িয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.