কক্সবাজারের টেকনাফে হ্নীলা জাদিমুড়া পশ্চিম পাহাড়ে কাজ করার সময় বন বিভাগের ১৭ শ্রমিক অপহরণের শিকার হয়েছেন বলে জানা গেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানা গেছে।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন।
অপহৃতরা হলেন- ফরেস্ট সাইফুল ইসলাম (২২), সৈয়দ (৫০), রফিক, শ্রমিক আইয়ুব খান (১৮), আইয়ুব আলী (৫০), আনসার উল্ল্যাহ (১৮), আয়াত উল্ল্যাহ (২২), সামছু (৪৫), ইসলাম(২১),সামছু (৪০), ইসমাইল (৩৫), মোহাম্মদ হাসিম (৪০), নূর মোহাম্মদ (২১), সৈয়দ আমিন (৩০), সফি উল্ল্যাহ (৩০), আইয়ুব (৫০), মাহাতা আমিন (১৮)। আর দুই জনের নাম পাওয়া যায়নি। এদের মধ্যে অনেকে রোহিঙ্গা আছে বলে জানা গেছে।
ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, হ্নীলা জাদিমুড়া এলাকা থেকে ফরেস্টসহ ১৭ জন অপহরণের শিকার হয়েছে, তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
টেকনাফ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, প্রতিদিনের মতো বাগানে কাজ করতে গেলে ১৭ জনকে অপহরণ করে নিয়ে যায়। এপিবিএন, উপজেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীগুলো নিয়ে তাদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.