দক্ষিণ কোরিয়ার সদ্য বরখাস্ত প্রেসিডেন্টকে গ্রেপ্তারের আবেদন

স্বল্পকালীন সামরিক আইন জারির জন্য দক্ষিণ কোরিয়ার সদ্য বরখাস্ত প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে গ্রেপ্তারের আবেদন করেছে দেশটির কর্তৃপক্ষ।

সোমবার (৩০ ডিসেম্বর) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এতথ্য নিশ্চিত করা হয়েছে।

আজ সোমবার দক্ষিণ কোরিয়ার যৌথ তদন্ত দল জানিয়েছে, অভিসংসিত প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে জিজ্ঞাসাবাদের জন্য তিনবার সমন জারি করা হয়। এই তিনবারই তিনি তদন্ত কমিটির কাছে হাজির হননি। এছাড়াও তার বিরুদ্ধে বিদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। এসব কারণে তাকে গ্রেপ্তার করার আবেদন করা হয়েছে।

চলতি বছরের ৪ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার সামরিক আইন জারি করেন ইউন। এ সিদ্ধান্তের ফলে দক্ষিণ এশিয়ার দেশটিকে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক সংকটে নিমজ্জিত করে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.