বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২ হাজার ১০০ কোটি ডলার ছাড়িয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা এ তথ্য নিশ্চিত করেছেন।
তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতিতে রোববার (২৯ ডিসেম্বর) দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২ হাজার ১৩৩ কোটি ডলার ছাড়ায়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মাসের প্রথম ২৮ দিনে প্রবাসীরা ২৪২ কোটি ডলার পাঠিয়েছে। আগের বছরের একই সময়ে প্রবাসীরা ১৯৯ কোটি ডলার পাঠিয়েছিলো।গ্রস রিজার্ভ বেড়ে বৃহস্পতিবার ২ হাজার ৬০৯ কোটি হয়েছে।
এদিকে বাংলাদেশের চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভের লক্ষ্যমাত্রার শর্ত শিথিল করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
এর আগে, আইএমএফ ২০২৬ সালের ডিসেম্বরের শেষ নাগাদ ন্যূনতম নিট রিজার্ভ এক হাজার ৯৪৩ কোটি ডলার রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। সেই লক্ষ্যমাত্রা এখন কমে দাঁড়িয়েছে ১৭ দশমিক ২৮ বিলিয়ন ডলারে।
এদিকে ডলারের বিনিময় হার নির্ধারণে বাংলাদেশকে আরও বাজারভিত্তিক পদ্ধতি অবলম্বন করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। এটি সহজতর করতে বিনিময় হার নির্ধারণের জন্য শিগগিরই একটি নতুন পদ্ধতি চালু করা হবে। আইএমএফ দুর্বল ব্যাংকগুলোর কার্যক্রম স্থিতিশীল করতে তারল্য সহায়তা হিসেবে ২২ হাজার ৫০০ কোটি টাকা পর্যায়ক্রমে ঋণ দেওয়ার সুপারিশ করেছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.