গাজার স্বাস্থ্য ব্যবস্থার ওপর ইসরাইলের যুদ্ধ ‘মৃত্যু পরোয়ানা’র শামিল
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার স্বাস্থ্য ব্যবস্থার ওপর ইসরাইলের বর্বর আগ্রাসনের পরিণতি সম্পর্কে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক্স পেইজে দেয়া এক পোস্টে বলেছে, গাজার স্বাস্থ্য ব্যবস্থার ওপর ইসরাইলের এই যুদ্ধ প্রকৃতপক্ষে ফিলিস্তিনের লাখ লাখ মানুষের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করার শামিল। গাজার স্বাস্থ্য খাতের বিরুদ্ধে ইসরাইলের এই ভয়াবহ বিভৎস্যতার অবশ্যই অবসান ঘটাতে হবে এবং সেখানকার স্বাস্থ্য খাতকে রক্ষা করতে হবে।
ইসরাইল গত বৃহস্পতিবার গাজার কামাল আদওয়ান হাসপাতালের ওপর যে হামলা চালিয়েছে তা উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ইসরাইলি হামলার মধ্য দিয়ে কার্যত উত্তর গাজার স্বাস্থ্যসেবা প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে। প্রাথমিক তথ্য অনুসারে, হাসপাতালের গুরুত্বপূর্ণ কয়েকটি বিভাগ মারাত্মকভাবে পুড়ে গেছে এবং সেগুলোকে ধ্বংস করা হয়েছে।
ইসরাইল বৃহস্পতিবার রাতে ওই হাসপাতালে হামলা চালায় এবং হাসপাতালটি খালি করে সেখানে আগুন ধরিয়ে দেয়।
বিশ্ব স্বাস্থ্যসংস্থা বলেছে, ইসরাইল গাজা উপত্যকার ওপর আগ্রাসন শুরু করার পর থেকে আমরা সেখানকার স্বাস্থ্য ব্যবস্থাকে টিকিয়ে রাখার চেষ্টা করছি এবং যাতে গাজার স্বাস্থ্য খাত ন্যূনতম পর্যায়েও কার্যকর থাকে তার প্রচেষ্টা অব্যাহত রেখেছি। কিন্তু ইসরাইল শুরু থেকে হাসপাতালগুলোতে কিংবা তার কাছাকাছি এলাকায় আগ্রাসন চালিয়ে আসছে।
গাজার হাসপাতালগুলোকে ফিলিস্তিনি যোদ্ধারা কমান্ড সেন্টার বা আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করছে- এমন দাবি তোলার মধ্য দিয়ে দখলদার সেনারা মূলত পদ্ধতিগতভাবে সেখানকার স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা উল্লেখ করেছে। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.