তাবলিগ জামাতের আরও এক নেতা গ্রেপ্তার

টঙ্গীতে ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে তাবলিগ জামাতের মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে সংঘর্ষে তিন জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় সাদপন্থী নেতা জিয়া বিন কাসেমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তিনি ঢাকা জেলার সাভার থানার বাসিন্দা এবং তিনি টঙ্গী পশ্চিম থানায় জুবায়েরপন্থিদের করা এক মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামি।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুর দেড়টায় চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার ওসি কাজী মোহাম্মদ রফিক আহমেদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, জিয়া বিন কাসেমের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা রয়েছে। আজ ভোরে তাকে ওই মামলায় গ্রেপ্তার করা হয়। জিয়া বিন কাসেমকে গ্রেপ্তারের সময় গাজীপুরের টংগী পশ্চিম থানার মামলার তদন্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন। তাকে আজই গাজীপুরের টঙ্গী থানায় হস্তান্তর করা হবে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.