সিলেটের মিনাটিলা সীমান্তে মেঘালয় অংশে ভারতীয় খাসিয়াদের গুলিতে মারুফ মিয়া (১৬) নামে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় তার অন্য সহযোগীরা তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসারত অবস্থায় আজ বিকালে মারা যান।
এর আগে বুধবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে জৈন্তাপুরের উপজেলার মিনাটিলা এলাকার সীমান্ত পিলার ১২৮২/৭-এস-এর ৬০ গজ ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। নিহত মারুফ জৈন্তাপুর উপজেলার ঝিংগাবাড়ি গ্রামের শাহাবুদ্দীনের ছেলে।
সিলেট বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মারুফ ও আরও কয়েকজন ভারতের ৬০ গজ ভেতর খাসিয়াদের সুপারি বাগানে প্রবেশ করলে দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে দ্বন্দ্বের জেরে মারুফকে গুলি করেন একজন খাসিয়া। গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে বাংলাদেশের ভেতর ফিরে আসেন অন্যরা। তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুর ২টা ৫৫ মিনিটে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা।
এতে আরও বলা হয়েছে, বিষয়টি নিয়ে ভারতের ০৪ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডারের সঙ্গে আলোচনা হয়েছে। বিজিবি এ ঘটনায় নিন্দা জানিয়েছে এবং অভিযুক্ত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.