ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের নির্ভুল আঘাত করার ক্ষমতা পশ্চিম এশিয়া অঞ্চলে মার্কিন-ইসরাইলি জোটের কৌশলগত হিসাব-নিকাশ উল্লেখযোগ্যভাবে ওলটপালট করে দিয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
মঙ্গলবার তেহরানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। গাজাবাসীর সমর্থনে ইয়েমেনের সাম্প্রতিক অভিযানগুলোর ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, নির্যাতিত ফিলিস্তিনি জাতি এবং অন্যান্য প্রতিরোধ ফ্রন্টের সমর্থনে ইয়েমেন নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে।
তিনি ইসরাইলের বিরুদ্ধে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক কয়েকটি হামলার প্রতি ইঙ্গিত করেন যাতে ইয়েমেন থেকে নিক্ষিপ্ত হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একাধিকবার ইসরাইলের গভীর অভ্যন্তরে আঘাত হেনেছে। এছাড়া, গত সপ্তাহে লোহিত সাগরে মোতায়েন একটি মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইয়েমেন আটটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ১৭টি ড্রোন নিক্ষেপ করে। এর ফলে একটি মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আল-আকসা তুফান অভিযান শুরুর পর থেকে ইয়েমেন নিজস্ব ক্ষেপণাস্ত্র ও অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম দিয়ে ফিলিস্তিনি জনগণকে রক্ষা করার ক্ষেত্রে অভূতপূর্ব ভূমিকা পালন করেছে। এমনকি মার্কিন-ইসরাইলি জোটের তীব্রতম বোমাবর্ষণ সত্ত্বেও ইয়েমেন তার নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলের গভীর অভ্যন্তরে আঘাত হানতে সক্ষম হয়েছে। আরাকচি প্রতিরোধ ফ্রন্টের সকল সদস্যের প্রতি তেহরানের অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, ইয়েমেনের প্রতিরোধ ফ্রন্ট তার নিজস্ব সক্ষমতা দিয়ে ইসরাইলবিরোধী যুদ্ধ করছে। ইয়েমেনিরা প্রমাণ করেছে, তাদের কোনো বিদেশি সাহায্যের প্রয়োজন নেই। কঠিন অর্থনৈতিক ও সামরিক পরিস্থিতি সত্ত্বেও তারা গাজাবাসীর সমর্থনে অটল ও অবিচল রয়েছে। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.