ভারতের কাশ্মীর ৫ দশকের মধ্যে রেকর্ড ঠান্ডা দেখল। সেখানকার তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে। শনিবার (২১ ডিসেম্বর) রাতে শ্রীনগরের তাপমাত্রা মাইনাস ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায় যা ১৯৭৪ সালের পর সর্বনিম্ন। তীব্র ঠান্ডায় জমে গেছে কাশ্মীরের অন্যতম পর্যটন স্থান ডাল লেকের পানি।
রবিবার (২২ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বরফের চাদরে ঢেকে যাওয়ায় লেকে ব্যাহত হচ্ছে নৌকা চলাচল। তবে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ। একইসঙ্গে তুষারপাতের সতর্কতাও জারি করা হয়েছে।
এছাড়াও সেখানে প্রবল ঠান্ডায় অঞ্চলটির বিভিন্ন এলাকার পাইপ লাইনের পানি, মোটর জমে যাওয়ায় স্বাভাবিক পানি সরবরাহের কাজে ব্যাঘাত ঘটছে।
রবিবার সকালে শ্রীনগরের তাপমাত্রা ছিল মাইনাস ৩ দশিমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া বিভাগ থেকে জানানো হয়েছে, আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত কাশ্মীরে শীতের প্রকোপ ও প্রবল শৈত্যপ্রবাহ বইবে।
এর আগে শনিবার থেকে কাশ্মীরে শুরু হয়েছে ৪০দিন ব্যাপী চিল্লাই কালান। এ সময় কাশ্মীরে সবচেয়ে বেশি শীত অনুভূত হয়। উল্লেখ্য, প্রতি বছর ২১-২৯ জানুয়ারি পর্যন্ত এই ৪০ দিনকে চিল্লাই কালান বলে অভিহিত করেন স্থানীয় বাসিন্দারা৷ কাশ্মীর ছাড়াও ভারতের হিমাচল প্রদেশ, পাঞ্জাব ও হরিয়ানায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.