ইজতেমা মাঠে সংঘর্ষ: সাদপন্থি নেতা রিমান্ডে

গাজীপুরের টঙ্গীতে ইজতেমার মাঠে ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার সাদপন্থিদের মুখপাত্র মুয়াজ বিন নূরের (৪০) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (২২ ডিসেম্বর) গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আলমগীর আল মামুন শুনানি শেষে তার এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন সকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে এজলাসে নিয়ে আসা হয়। এ সময় পুলিশের পক্ষ থেকে সাতদিনের রিমান্ড চাওয়া হয়। পরে শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান জানান, মামলায় ৫ নম্বর আসামি মুয়াজ বিন নূর। শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়। সেদিনই তাকে আদালতে হাজির করা হলে আজ রিমান্ড শুনানির দিন ধার্য করেছিলেন আদালত। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নূর ঢাকার উত্তরা ৭ নম্বর সেক্টরের নূর মোহাম্মদের ছেলে। তিনি সাদপন্থীদের মুখপাত্র হিসেবে পরিচিত এবং জুবায়েরপন্থীদের করা হত্যা মামলার ৫ নম্বর আসামি। গত ২০ ডিসেম্বর ভোরে রাজধানীর উত্তরার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে গত ১৮ ডিসেম্বর গাজীপু‌রের টঙ্গীর বিশ্ব ইজ‌তেমা ময়দা‌নে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে চার মুসল্লির মৃত‌্যু হয়। এর পরদিন (১৯ ডিসেম্বর) রাতে মাওলানা জুবায়েরের অনুসারী এস. এম. আলম হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন। এতে ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.