আফগান সীমান্তের কাছে পাকিস্তানের একটি সেনা চৌকিতে জঙ্গিরা গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) মধ্যরাতে হামলা চালায়। এতে ১৬ জন সেনা নিহত এবং আরো পাঁচজন গুরুতর আহত হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) দুই গোয়েন্দা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এএফপি এ খবর জানায়।
নাম প্রকাশ না করার শর্তে একজন সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা এএফপিকে বলেন, ৩০ জনেরও বেশি জঙ্গি খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মাকেন এলাকায় একটি সেনা পোস্টে এ হামলা চালায়। জঙ্গিদের আক্রমণে ১৬ সেনা শহীদ এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
তিনি আরো বলেন, জঙ্গিরা চেকপয়েন্টে থাকা বেতার যোগাযোগের সরঞ্জাম, নথি এবং অন্যান্য জিনিসপত্রে আগুন ধরিয়ে দিয়েছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.