ইসরাইলের রাজধানী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী। ক্ষেপণাস্ত্রটি ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে একটি পার্কে আঘাত হানে এবং অন্তত ১৬ জন আহত হয়েছে বলে ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে।
এরইমধ্যে ইসরাইলের দখলদার সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র মোকাবেলায় তাদের ব্যর্থতার কথা স্বীকার করেছে। তবে কেন তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইয়েমেনের এই ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পারেনি তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
এদিকে, হুথি আনসারুল্লাহ আন্দোলনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের সদস্য হাজেম আল-আসাদ বলেছেন, তেল আবিবে এই সফল হামলার মধ্যদিয়ে ইসরাইলের শত কোটি ডলারের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা পরিষ্কার হয়েছে। এই হামলার মধ্যদিয়ে স্পষ্ট হয়েছে যে, ইসরাইলের কেন্দ্রস্থল এখন আর ইয়েমেনের ক্ষেপণাস্ত্র থেকে মোটেই নিরাপদ নয়।
তিনি বলেন, ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ঠেকাতে গিয়ে ইসরাইল যেসব ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তাতে আরও বেশি ধ্বংসযজ্ঞ হয়েছে। এইসব প্রতিরক্ষা ব্যবস্থার এখন আর কোনো মূল্য নেই। পার্সটুডে
⚡️#BREAKING Yemeni missile impacted in the centre of Tel Aviv pic.twitter.com/Wn4zfTyJsi
— War Monitor (@WarMonitors) December 21, 2024
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.