এবি ব্যাংক পিএলসি এবং অ্যাকজেনটেক পিএলসি একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় এবি ব্যাংক ডেটা সেন্টার পরিচালনার জন্য ক্লাউড প্রযুক্তি ব্যবহার করবে। অ্যাকজেনটেক, রবি আজিয়াটা পিএলসির একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান যা ডেটা সংরক্ষণে সহায়তা প্রদান করবে।
বুধবার (১৮ ডিসেম্বর) এবি ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তিটি সই করা হয়।
এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (ভারপ্রাপ্ত) সৈয়দ মিজানুর রহমান এবং অ্যাকজেনটেকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ আদিল হোসেন নোবেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন।
এসময় এবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল ইসলাম এবং অ্যাকজেনটেকের পরিচালক মোঃ আসাদুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.