রাজধানীর অদূরে কেরানীগঞ্জের জিনজিরা রূপালী ব্যাংক শাখায় হানা দিয়ে ব্যাংক কর্মকর্তাদের জিম্মি করে মুক্তিপণ দাবি করেছে একদল ডাকাত। এদিকে খবর পেয়ে ব্যাংকটির চারপাশে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরের দিকে ওই ব্যাংকে ডাকাত দলের সদস্যরা ঢুকেছে বলে পুলিশ জানিয়েছে।
ঢাকা জেলার পুলিশ সুপার আহমদ মুঈদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্যাংকের ভেতরে দুই থেকে তিনজন ডাকাত অবস্থান করছে।
পুলিশ জানায়, কেরানীগঞ্জে একটি ব্যাংকের ভেতরে ডাকাতরা অবস্থান করছে- এমন খবরে এলাকাবাসী ভবনটির সামনে অবস্থান নেয়। পরে খবর পেয়ে পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারীর অন্যান্য বাহিনীর সদস্যরা এসে বাইরে থেকে ভবনটি ঘিরে রেখেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ডাকাতদের আত্মসমর্পণ করার আহ্বান জানাচ্ছেন।
ব্যাংকের কর্মী, পুলিশ ও স্থানীয়রা জানান, এদিন দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকে। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাতির খবর জানানো হলে স্থানীয় কয়েকশ লোক ব্যাংকের ওই শাখা ঘিরে ফেলে। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে পৌঁছে ব্যাংকটি ঘেরাও করে রেখেছে। এছাড়া সেখানে উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও আছেন।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.