কক্সবাজারের পেকুয়ায় ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুজন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে আঞ্চলিক মহাসড়কের পেকুয়া উপজেলার ধনিয়াকাটা এলাকার হাজির বাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চারজন অটোরিকশার যাত্রী ছিলেন। অপর নিহত অটোরিকশাচালক মনিরুল মান্নান। এ ছাড়া নিহত যাত্রীদের মধ্যে ফিরোজ ও তার স্ত্রী শারমিন চট্টগ্রামের হাটহাজারি এলাকার বাসিন্দা। তাদের শিশু সন্তান জাহেদ দুর্ঘটনায় মারাত্মক আহত হলে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। তবে নিহত অপর যাত্রীর পরিচয় এখনও জানা যায়নি।
পুলিশ জানায়, আজ সকালে পেকুয়া থেকে চট্টগ্রামমুখী একটি সিএনজি-চালিত অটোরিকশা আঞ্চলিক মহাসড়কের হাজিবাজার স্টেশনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাক ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। আশপাশের লোকেরা অটোরিকশার পাঁচ যাত্রীকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। অপর গুরুতর আহত শিশু জাহেদকে উন্নত চিকিৎসার জন্য চকরিয়া নেয়ার পথে সে মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন চৌধুরী বলেন, সকাল ৭টার দিকে পেকুয়া এবিসি এলাকায় মিনি ট্রাক (ডাম্প ট্রাক) ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৫ জন নিহত হয়। আরও দুইজন আহত হন। দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.