দরবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন বিএসসির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৮ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা জিপিএইচ ইস্পাতের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৯ দশমিক ৯৪ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে জেমিনি সি ফুড।

এদিন দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ওরিয়ন ইনফিউশন, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, বাংলাদেশ সাবমেরিন কেবলস, রূপালী ব্যাংক, পাইনিয়ার ইন্স্যুরেন্সে, কনফিডেন্স সিমেন্ট এবং বিকন ফার্মা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.