মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)।
দিবসটি উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০ টায় বিআইসিএম এর নির্বাহী প্রেসিডেন্ট (ভারপ্রাপ্ত) নাজমুছ সালেহীনের নেতৃত্বে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়৷
এসময় ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক ড. নাছির উদ্দিন, সহযোগী অধ্যাপক (চলতি দায়িত্ব) ফয়সাল আহমেদ খান, উপ-পরিচালক মোঃ সিরাজুল ইসলামসহ ইনস্টিটিউটের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এর আগে ১৫ ডিসেম্বর ২০২৪ তারিখ শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস, ২০২৪ উপলক্ষে ইন্সটিটিউটের মাল্টিপারপাস হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইন্সটিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট (ভারপ্রাপ্ত) নাজমুছ সালেহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী পরিচালক মজিবুর রহমান, প্রভাষক মো. আদনান আহমেদ, প্রভাষক ফাইমা আক্তার ও সহযোগী অধ্যাপক ড. নাছির উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআইসিএম এর উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.