সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস শ্রীমঙ্গলে

এ বছর শীত মৌসুমের শুরুতে প্রথম বারের মতো মৌলভীবাজারের তাপমাত্রা সর্বনিম্ন ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে এসে নেমেছে। যা দেশের সোমবার (১৬ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হলো। তবে এর আগে ভোর ৬ টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার ভোর থেকেই কুয়াশার পরিমাণ অন্যান্য দিনের চেয়ে কম ছিল। সেই সঙ্গে রোদের তীব্রতাও ছিল প্রখর।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের কর্মকর্তা আনিসুর রহমান সময় সংবাদকে জানান, আকাশ মেঘমুক্ত থাকায় তাপমাত্রা সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। গেলো টানা কয়েকদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকায় এ অঞ্চল ঘন কুয়াশায় ঢাকা ছিল। সেই সঙ্গে তাপমাত্রা সর্বনিম্ন ১১ দশমিক থেকে শুরু করে ১৫ দশমিক পর্যন্ত উঠানামা করছিল।

আবহাওয়া অফিস বলছে, আগামিতে লঘুচাপের আভাস রয়েছে। কাজেই লঘুচাপের প্রভাবে তাপমাত্রা নিচে নামছে। এছাড়াও আবহাওয়া অফিসের দেয়া পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয় পশ্চিম ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার আভাস আছে।

আবহাওয়া অফিস আরও জানায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এদিকে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কেথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আগামি ১৭ ডিসেম্বর থেকে পাঁচদিন পর্যন্ত সকাল ৯ টা থেকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে পঞ্চম দিনে সারাদেশে বৃষ্টি পাতের সম্ভাবনা রয়েছে।

 

অর্থসূচক/এমআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.