গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত

ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার একজন চিত্র সাংবাদিক নিহত হয়েছেন।

রোববার (১৫ ডিসেম্বর) ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় আল জাজিরার ক্যামেরাম্যান আহমেদ আল-লুহ নিহত হন। ইসরায়েল-হামাসের চলমান যুদ্ধের মধ্যে গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে এই হামলা চালানো হয়।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়েছে যে, ইসরায়েলি বাহিনীর হামলায় গাজার সিভিল ডিফেন্সের পাঁচজন কর্মীও নিহত হয়েছেন। গাজার আল-আওদা হাসপাতালের বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়। হামলার লক্ষ্যবস্তু ছিল সিভিল ডিফেন্সের একটি স্থাপনা। হামলায় আরও কিছু মানুষ আহত হয়েছেন। আহমেদ আল-লুহ হত্যাকাণ্ড গাজায় সংবাদপত্রের স্বাধীনতার ওপর একটি বৃহত্তর আক্রমণ বলে অভিহিত করেছে আল জাজিরা।

এই হত্যাকাণ্ডের পর গাজার সরকারি মিডিয়া অফিস আল-লুহের মৃত্যুতে তীব্র নিন্দা জানায় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ফিলিস্তিনি সাংবাদিকদের বিরুদ্ধে ইসরায়েলি অপরাধের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আহ্বান জানায়।

প্রসঙ্গত, গাজায় গত কয়েক দিনে ইসরায়েলি বাহিনী স্থল ও আকাশপথে ব্যাপক হামলা বৃদ্ধি করেছে। যার মধ্যে নুসেইরাত শরণার্থী শিবিরের ওপর তীব্র বোমা হামলা অন্যতম। নিহত সাংবাদিকের সংখ্যা ফিলিস্তিনি ভূখণ্ডে এখন ১৯৫ জনে পৌঁছেছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.