জার্মানীর অ্যাডিডাস সদর দপ্তরে অভিযান

স্পোর্টসওয়্যার জায়ান্ট অ্যাডিডাস জানিয়েছে, করবিষয়ক তদন্তের অংশ হিসেবে মঙ্গলবার তাদের জার্মান সদর দপ্তরে অভিযান চালানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনবিসি স্পোর্টসওয়্যার জায়ান্ট অ্যাডিডাসের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে।

স্পোর্টসওয়্যার জায়ান্ট অ্যাডিডাস জানিয়েছে, করবিষয়ক তদন্তের অংশ হিসেবে মঙ্গলবার তাদের জার্মান সদর দপ্তরে অভিযান চালানো হয়েছে। ওই সময় ২০১৯ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত আমদানি পণ্যের শুল্ক ও করবিষয়ক তথ্য খতিয়ে দেখেন তদন্ত কর্মকর্তারা। এ সময় কোম্পানির হারজোগেনাউরাচ সদর দপ্তর ও অন্যান্য স্থানে তল্লাশি চালানো হয়। অ্যাডিডাস বলছে, এ তদন্তের কারণে উল্লেখযোগ্য আর্থিক প্রভাব পড়ার আশঙ্কা নেই এবং তারা আইনি কর্তৃপক্ষকে সহযোগিতা করছে। তবে এ তদন্ত সম্পর্কে বিস্তারিত প্রকাশ করা হয়নি।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.