মানবজাতির ওপর আরেকটি মহামারির প্রভাব বিশ্ব অর্থনীতিকে আগামী পাঁচ বছরে ১৩ দশমিক ৬ ট্রিলিয়ন ডলারের ক্ষতির মুখে ফেলতে পারে বলে অনুমান করেছে বাণিজ্যিক বীমা সংস্থা লয়েডস অফ লন্ডন।
বুধবার (১১ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে বৈশ্বিক বাণিজ্যিক বীমা সংস্থাটির সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই চিত্র উঠে এসেছে।
লয়েডস এবং কেমব্রিজ সেন্টার ফর রিস্ক স্টাডিজের যৌথ বিশ্লেষণ অনুযায়ী, সবচেয়ে গুরুতর পরিস্থিতিতে এই ক্ষতির পরিমাণ হতে পারে ৪১.৭ ট্রিলিয়ন ডলার। যা বৈশ্বিক জিডিপির ১ দশমিক ১ শতাংশ থেকে ৬ দশমিক ৪ শতাংশ হ্রাসের সমান।
অন্যদিকে সবচেয়ে হালকা পরিস্থিতিতে এই ক্ষতি হবে ৭ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার।
এই ক্ষতি মূলত স্থানীয় লকডাউন এবং বৈশ্বিক ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে শিল্প খাতে হওয়া বিঘ্ন থেকে আসবে।
কোভিড-১৯ মহামারির অভিজ্ঞতা
কোভিড-১৯ মহামারি বিশ্বব্যাপী বিপুল অর্থনৈতিক ব্যাঘাত সৃষ্টি করেছিল। যার প্রভাব এখনো মুদ্রাস্ফীতির চাপ আকারে অনুভূত হচ্ছে। এই মহামারি বিভিন্ন আইনি বিতর্কও সৃষ্টি করেছিল, বিশেষত ব্যবসাগুলোর বীমা দাবি নিয়ে।
যদিও লয়েডস এই প্রতিবেদনে কোভিড-১৯ মহামারির মোট ব্যয় সম্পর্কে কোনো হিসাব দেয়নি। তবুও মহামারি-সম্পর্কিত নতুন বীমা কভারেজ বিকশিত হয়েছে।
যা অন্তর্ভুক্ত করে:
সংক্রামক রোগের নতুন প্রাদুর্ভাবের জন্য বীমা।
মহামারির কারণে ইভেন্ট বাতিল বা বন্ধ হয়ে যাওয়ার জন্য বীমা।
ভ্যাকসিনের উন্নয়ন, সংরক্ষণ এবং পরিবহনের জন্য বীমা।
বিশ্ব অর্থনীতির ওপর মহামারির সম্ভাব্য প্রভাব নিয়ে এই গবেষণা বিভিন্ন শিল্প এবং নীতিনির্ধারকদের জন্য প্রস্তুতি গ্রহণে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.