পশ্চিমা দেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করলো রাশিয়া

রাশিয়া নিজেদের নাগরিকদের পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশে ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। দেশটি বলেছে, এসব দেশে রুশ নাগরিকরা যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের টার্গেটে পরিণত হতে পারেন।

বুধবার (১১ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ সতর্কবার্তা দেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

মারিয়া জাখারোভা বলেন, রুশ-মার্কিন সম্পর্কে ক্রমবর্ধমান সংঘাত এবং ওয়াশিংটনের দোষে তা ভাঙনের কিনারায় পৌঁছেছে। এই পরিস্থিতিতে ব্যক্তিগত বা সরকারি প্রয়োজনেই হোক, যুক্তরাষ্ট্রে ভ্রমণ ঝুঁকিপূর্ণ।

মারিয়া আরও বলেন, আমরা সবাইকে উৎসবের সময়ে যুক্তরাষ্ট্র, তার মিত্র কানাডা এবং অধিকাংশ ইউরোপীয় ইউনিয়নের দেশে ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছি।

ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ-মার্কিন সম্পর্ক ১৯৬২ সালের কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পর সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছে। গত মাসে ইউক্রেন থেকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ ভূখণ্ডে হামলার ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে।

মস্কো ও ওয়াশিংটন উভয়েই একে অপরের নাগরিকদের মিথ্যা অভিযোগে আটকানোর অভিযোগ করে আসছে। যা দুই দেশের সম্পর্ককে আরও সংকটময় করেছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.