বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) রিসার্চ সেমিনার-৩৯ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ ডিসেম্বর) বিকাল ৪ টায় ইন্সটিটিউটের মাল্টিপারপাস হলে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে “Future of the Green Bond Market in Bangladesh: How Can Policymakers, Corporations and Investors Unlock the Potential” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনোভেটিভ ডেভেলপমেন্ট প্রাকটিশনার্স অ্যান্ড থিংকারস লিমিটেডের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান এস. এম. ইমতিয়াজ ভূঁইয়া।
ইন্সটিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট (ভারপ্রাপ্ত) নাজমুছ সালেহীনের সভাপতিত্বে আয়োজিত উক্ত সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ইস্তেকমাল হোসেন; ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাংয়ের (ইউএসটিসি) ফিনান্স ও ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শাহাবুদ্দিন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের সহকারী অধ্যাপক রাতুল কুমার সাহা।
রিসার্চ সেমিনারটি সঞ্চালনা করেন ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক (চলতি দায়িত্ব) ফয়সাল আহমেদ খান।
আলোচ্য গবেষণা প্রবন্ধটি যৌথভাবে লিখেছেন যুক্তরাজ্যের লীডস ইউনিভার্সিটি বিজনেস স্কুল, ইউনিভার্সিটি অফ লিডস এর অধ্যাপক ড. মুহাম্মদ মুশফিক উদ্দিন; ইনোভেটিভ ডেভেলপমেন্ট প্রাকটিশনার্স অ্যান্ড থিংকারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ মোহাম্মদ মুসা; ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক রাশিক আমিন; ইনোভেটিভ ডেভেলপমেন্ট প্রাকটিশনার্স অ্যান্ড থিংকারস লিমিটেডের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান এস. এম. ইমতিয়াজ ভূঁইয়া ও ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক ফয়সাল আহমেদ খান।
উক্ত রিসার্চ সেমিনারে ইন্সটিটিউটের সকল অনুষদ সদস্য ও কর্মকর্তারা এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.