বাজারে সয়াবিন তেলের দাম প্রতি লিটারে বেড়েছে ৮ টাকা। বোতলজাত সয়াবিন তেল এখন লিটারে ১৬৭ টাকা থেকে ১৭৫ টাকা করা হয়েছে। খোলা সয়াবিনের দাম লিটারে ১৪৯ টাকা থেকে ১৫৭ টাকা হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) ভোজ্যতেলের দাম নির্ধারণ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দীন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, “বাজারে তেলের ঘাটতি নিয়ে উপদেষ্টা পরিষদ ও প্রধান উপদেষ্টা উদ্বেগ প্রকাশ করেছেন। আন্তর্জাতিক বাজারে ২০ ভাগ মূল্য বেড়েছে। দেশে বর্তমান মজুত সন্তোষজনক। কোনো ঘাটতি নেই।”
তিনি আরও বলেন, “চাল, চিনি, ডিমের বাজার আগের চেয়ে স্থিতিশীল হচ্ছে। সবজি, পোল্ট্রি, মাছের দামে স্বস্তি আছে। আলুতে চূড়ান্ত অস্বস্তি আছে। নতুন আলু এলে তিন সপ্তাহের মধ্যে দাম কমবে।”
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.