ট্রাম্পের বিজয়ে পুঁজিবাজারে ১৪ হাজার কোটি ডলারের নতুন বিনিয়োগ

নভেম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার এ বিজয়ের পর মার্কিন পুঁজিবাজারে প্রায় ১৪০ বিলিয়ন বা ১৪ হাজার কোটি ডলারের নতুন বিনিয়োগ এসেছে।

রবিবার (৭ ডিসেম্বর) ফিন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিবেদনে বলা হয়, বিনিয়োগকারীরা আশা করছেন, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন করছাড় ও সংস্কারের মাধ্যমে মার্কিন ব্যবসায়ীদের জন্য বড় সুবিধা আনবে। ডাটা প্রতিষ্ঠান ইপিএফআরের তথ্যানুযায়ী, ট্রাম্পের বিজয়ের পর মার্কিন ইকুইটি ফান্ডে ১৩ হাজার ৯৫০ কোটি ডলার বিনিয়োগ হয়েছে।

এ প্রবাহ নভেম্বরকে ২০০০ সালের পর পুঁজিবাজারে সবচেয়ে ব্যস্ত মাসে পরিণত করেছে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.