আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করবে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
রবিবার সকাল ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই কর্মসূচি শুরু হবে বলে আজ কেন্দ্রীয় যুবদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কর্মসূচিতে সংগঠনগুলোর সব পর্যায়ের নেতা-কর্মীদের উপস্থিত থাকার জন্য যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এবং ছাত্রদল কেন্দ্ৰীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, গত ২ ডিসেম্বর ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ ঘটনার পরেই দিল্লি-ঢাকার দ্বিপাক্ষিক সম্পর্কে দৃশ্যমান চিড় ধরে। সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রেক্ষাপটে আগামী ৯ ডিসেম্বর বাংলাদেশ সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.