ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে হারলেও টি-টোয়েন্টি সিরিজে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে আয়ারল্যান্ড নারী দল। প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১২ রানে হারায় দলটি। দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের বোলারদের সামনে অবশ্য সেভাবে সুবিধা করতে পারেনি আয়ারল্যান্ড।
বিশ ওভারে পাঁচ উইকেটে ১৩৪ রান করেছে দলটি। ম্যাচ জিততে বাংলাদেশের প্রয়োজন ১৩৫ রান।
এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে পাওয়ার প্লে’তে এক উইকেটে ৩৪ রান করে আইরিশরা। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিং ছিল শুরু থেকেই। ১৮ বলে ১৪ রান করে নাহিদা আক্তারের শিকার হয়ে ফিরে যান আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান গ্যাবি লুইস। পাওয়ার প্লে শেষ হওয়ার দুই ওভার পর আরেক ওপেনার অ্যামি হান্টারও ফিরে যান। ২৩ বলে ২৩ রান করে জান্নাতুল ফেরদৌসের শিকার হন তিনি।
বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মাঝেও রানের চাকা সচল রাখেন ওরলা প্রেনডারগাস্ট। ২৫ বলে তিনটি চার এবং একটি ছক্কায় ৩২ রান করা এই ব্যাটারকে বেশীক্ষণ থাকতে দেননি নাহিদা। আইরিশদের সংগ্রহ একশ পার হওয়ার পর তাদের শিবিরে আঘাত হানেন জাহানারা আলম। আগের ম্যাচে ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলা লিয়া পলকে ১৬ রানে বিদায় করেন তিনি। তার ক্যাচটি লুফে নেন তাজ নেহার।
শেষদিকে দলের রান বাড়ান লরা ডিলানি। ২৫ বলে চারটি চারের সাহায্যে ৩৫ রানের ইনিংস খেলেন তিনি। লড়াইয়ের পুঁজি পায় আইরিশরা। বাংলাদেশের হয়ে চার ওভারে ২০ রান খরচায় দুটি উইকেট নিয়েছেন নাহিদা।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.