চট্টগ্রাম বিমান বন্দরে পৌনে এক কেজি সোনা নিয়ে অভিনেত্রীসহ আটক ২

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নাট্যাভিনেত্রী অনামিকা জুথি (৩৪) ও মোহাম্মদ রায়হান ইকবাল (৩০) নামে দুই যাত্রীকে আটক করেছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন) ও গোয়েন্দা সংস্থা। প্রায় পৌনে এক কেজি সোনাসহ আটক করা হয়েছে তাদের।

শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ‘বিজি১৪৮’ ফ্লাইট থেকে ওই দুই যাত্রীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭৩৩ গ্রাম সোনা জব্দ করা হয়। এরমধ্যে ২৪ ক্যারেটের চুড়ি, চেইন ও হোয়াইট গোল্ডের চেইনসদৃশ সোনা ৫৪৩ গ্রাম এবং ১৯০ গ্রাম ২২ ক্যারেটের সোনা রয়েছে।

আটক অনামিকা রাজধানী ঢাকার শাহ আলী থানার মিরপুর সেকশন ১ ডি ব্লক ৯নম্বর রোডের ১০ নম্বর বাড়ির মনজুরুল কবিরের স্ত্রী এবং রায়হান ইকবাল চট্টগ্রামের রাউজান থানার গহিরা ইউনিয়নের দক্ষিণ গহিরা গ্রামের মো. খলিলুর রহমানের ছেলে। এরমধ্যে অনামিকা একজন নাট্যাভিনেত্রী এবং দুই যাত্রীই নিয়মিত দুবাই যাওয়া আসা করেন বলে জানিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।

 

অর্থসূচক/এমআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.