অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ব্যাপারে নিজেদের অবস্থানে নমনীয় হওয়ার ইঙ্গিত দিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের অন্যতম পলিটব্যুরো কর্মকর্তা বাসেম নাঈম। তিনি বলেছেন, বিগত ১৪ মাস ধরে চলমান যুদ্ধের সমাপ্তি টানার ব্যাপারে একটি যুদ্ধবিরতি চুক্তি এখন নাগালের মধ্যে রয়েছে বলে তিনি মনে করছেন।
বাসেম নাঈমের বরাত দিয়ে ফিলিস্তিনের সামা বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে।
তিনি বলেছেন, আমি মনে করি ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন পরবর্তী মার্কিন প্রশাসন গাজা পরিস্থিতির ওপর ইতিবাচক প্রভাব রাখতে পারবে। কারণ, ট্রাম্প তার নির্বাচনি প্রচারাভিযানে পশ্চিম এশিয়া অঞ্চলে চলমান সব যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
হামাস নেতা অবশ্য গাজায় সম্ভাব্য যেকোনো যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ক্ষেত্রে তার সংগঠনের মৌলিক অবস্থানে অটল থাকার কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, যুদ্ধবিরতি হতে হবে স্থায়ী, উপত্যকা থেকে সকল ইসরাইলি সেনা প্রত্যাহার করতে হবে এবং সকল ফিলিস্তিনি শরণার্থীকে তাদের ঘরবাড়িতে ফিরে যেতে দিতে হবে।
তবে তিনি আরও বলেন, যুদ্ধবিরতির এসব শর্ত বাস্তবায়নের ধাপগুলোর ক্ষেত্রে হামাস নমনীয়তা প্রদর্শন করতে রাজি আছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, গাজা উপত্যকা থেকে ধাপে ধাপে ইসরাইলি সেনা প্রত্যাহার করার সুযোগ রয়েছে। এর আগে একবারে সকল দখলদার সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছিল হামাস। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.