কুয়াশার ঘনত্ব এতই বেশি দূর থেকে দেখলে মনে হয় যেন অঝোরে বৃষ্টি ঝরছে। বাস্তবেও কুয়াশা ছিটেফোঁটা বৃষ্টির অনুভব। সময় গড়ানোর সঙ্গে বাড়ছে কুয়াশা আর মেঘের আধিপত্য। ঘন কুয়াশার কারণে সকালে থেকেই হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহনগুলো। শনিবার (৭ ডিসেম্বর) এমনটিই দেখা সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৯টায় জেলার তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া অফিস বলছে, দুই-এক দিনের মধ্যে পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে, তবে বাড়বে শীত। গতকাল শুক্রবার পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয়রা বলছেন, গত দুই দিন কুয়াশায় মোড়ানো ছিল। সূর্যের দেখা মেলেনি। বিকেল হতেই ঠান্ডা বাতাসে শীত লাগতে শুরু করেছে। এমনিতে এখন সন্ধ্যার পর থেকেই শুরু হয় শীতের প্রকোপ।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.