সাবেক এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ কারাগারে

কুষ্টিয়া-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া ও কুমারখালী থানার পৃথক দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সেখানের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর হামলা করে হত্যাচেষ্টা মামলায় তাকে কুষ্টিয়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা এবং কুমারখালী আমলি আদালতের বিচারক মামুনুর রশীদ কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.