লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৮৮ টি কোম্পানির মাঝে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, এদিন ওরিয়ন ইনফিউশনের ১৪ কোটি ২৬ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ড্রাগন সোয়েটারের আজ ১১ কোটি ৯২ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৮ কোটি ৭৪ লাখ ০৫ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে এনআরবি ব্যাংক পিএলসি।

বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- অগ্নি সিস্টেমস লিমিটেড, আরডি ফুড, জেনেক্স ইনফোসিস, ব্র্যাক ব্যাংক, এমারেল্ড অয়েল, ওরিয়ন ফার্মা এবং নিউ লাইন ক্লোথিং লিমিটেড।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.