বিগত সরকারের আমলে ফুলেফেঁপে উঠেছিলো ব্যাপক আলোচিত ব্যবসায়ী থার্মেক্স গ্রুপের কর্ণধার আবদুল কাদের মোল্লা। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে থার্মেক্স গ্রুপের অনিয়ম খুঁজতে এবার মাঠে নেমেছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা কেন্দ্রীয় ব্যাংক।
তারই ধারাবাহিকতায় ইতোমধ্যে থার্মেক্স গ্রুপের সব প্রতিষ্ঠানের দায়দেনা বিবরণী তলব করেছে আর্থিক খাতের এই নিয়ন্ত্রক সংস্থাটি। কেন্দ্রীয় ব্যাংক থেকে তফসিলি ব্যাংকগুলোতে সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, তফসিলি ব্যাংকে থার্মেক্স গ্রুপভুক্ত সকল প্রতিষ্ঠানের ৩০ নভেম্বর ভিত্তিক ভিত্তিক দায়দেনা বিবরণী ৪ ডিসেম্বরের মধ্যে প্রেরণের জন্য ব্যাংকের কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নির্দেশনা প্রেরণ করা হলো।
আওয়ামী লীগ সরকারের আমলে ফুলেফেঁপে মোটা হওয়া আবদুল কাদের মোল্লা ২০২৩ সাল পর্যন্ত বেসরকারি খাতের সাউথ বাংলা এগ্রিকাচার এন্ড কমার্স ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। বিভিন্ন খাতে অবদান রেখে কিছু মানুষের মাঝে নিজের জনপ্রিয়তা অর্জন করলেও দেশের ব্যাংক খাত থেকে লুটে নিয়েছেন হাজার হাজার কোটি টাকা।
অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাবের কারণে তোয়াক্কা করেননি কোন আইন। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে থার্মেক্স গ্রুপের অনিয়ম নিয়ে কাজ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক।
তথ্য বলছে, আওয়ামী লীগ আমলের শেষ দিকে থার্মেক্স গ্রুপ এতো বেশি ঋণের বোঝা তৈরি করেছিলো যে, প্রতিষ্ঠানটির খেলাপি হওয়া এড়ানো কঠিন হয়ে পড়ে। এতে চাপে পড়ে সাউথ বাংলা এগ্রিকাচার এন্ড কমার্স ব্যাংকের চেয়ারম্যান পদ ছাড়তে হয় কাদের মোল্লাহকে। যদিও পরবর্তীতের ব্যাংকগুলোর কিছু ঋণ পুনঃতফসিল করেছেন তিনি। তবে ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোসহ বেশ কয়েকটি ব্যাংক তাকে খেলাপি করেছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.