বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। তাঁরা প্রায় এক ঘণ্টা দুই দেশের সম্পর্কসহ নানা বিষয়ে কথা বলেন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টায় সৈয়দ আহমেদ তাঁর দুই সহকর্মীকে নিয়ে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান। এ সময় হাইকমিশনার সৈয়দ আহমেদের স্ত্রীও তাঁদের সঙ্গে ছিলেন।
অন্যদিকে বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটি সদস্য এ জেড এম জাহিদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
পরে এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, এটি একটি সৌজন্য সাক্ষাৎ। তাঁরা দীর্ঘদিন ধরে বিএনপির চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছিলেন। সাক্ষাতে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ, জিয়াউর রহমানের সময় পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, পরবর্তী সময়ে বিএনপি সরকারের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক, বিগত সরকার ও বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা হয়। তাঁরা দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান।
তিনি বলেন, পাকিস্তানের হাইকমিশনার খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নিয়েছেন। এ ছাড়া পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁরা খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনিও (খালেদা জিয়া) তাঁর পক্ষ থেকে শুভেচ্ছা পৌঁছে দিতে অনুরোধ জানিয়েছেন।
অর্থসূচক/
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.