বাংলাদেশের লক্ষ্য ২২৯ রান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে ২২৮ রানে অল আউট হয়েছে শ্রীলঙ্কা। ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিততে বাংলাদেশের সামনে ২২৯ রানের লক্ষ্য দাঁড়িয়েছে।

লঙ্কানদের হয়ে এই ম্যাচে সেঞ্চুরি তুলে নিয়েছেন ভিমাথ দিনসারা। তার ১০৬ রানের ইনিংসে ভর করেই চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করিয়েছে। এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় লঙ্কানরা। দুলনিথ সিঙ্গেরাকে ৫ রানে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম উইকেটের স্বাদ এনে দেন ইকবাল হোসেন ইমন।

এরপর আল ফাহাদের শিকার হন শানমুগানাথান। একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকা পুলিন্ডু পেরেরা ফেরেন ১৯ রান করে। এরপর লঙ্কানদের ইনিংস প্রায় একাই টেনেছেন দিনসারা। ১০টি চারে নিজের এই ইনিংস সাজিয়েছেন তিনি।

শেষদিকে ভিরান চামুডিথার ২০ ও ভিহাশ থিমিকার ২২ রানের ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় লঙ্কানরা। বাংলাদেশের হয়ে মোহাম্মদ আল ফাহাদ একাই নেন ৪টি উইকেট। তিনটি উইকেট নেন রিজান হোসেন। আর একটি করে উইকেট পান ইমন ও রাফি উজ্জামান।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.