ইসরাইলের পক্ষ থেকে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দিতে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরাইলের কাফারচুবা পর্বতে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।
হিজবুল্লাহ নিজের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, কাফারচুপা পর্বতের মাউন্ট দোভ এলাকার একটি ইসরাইলি সেনা অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তেল আবিবকে সতর্ক করা হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরও ইসরাইলি যুদ্ধবিমানের পক্ষ থেকে লেবাননের আকাশসীমা লঙ্ঘন এমনকি রাজধানী বৈরুত পর্যন্ত পৌঁছে যাওয়ার জবাব দিতে ওই হামলা চালানো হয়েছে।
লেবাননের এই প্রতিরোধ আন্দোলন যুদ্ধবিরতি সত্ত্বেও দেশটিতে ইসরাইলি হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী দেশগুলোকে অভিযুক্ত করেছে।
গত সপ্তাহে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সই করা সত্ত্বেও ইসরাইল লেবাননের ভূমিতে অন্তত ৫০টি বিমান হামলা চালিয়েছে যার ফলে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। সর্বশেষ গতকাল দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় দুইজন নিহত ও একজন সরকারি সৈন্য আহত হন বলে বৈরুত জানিয়েছিল।
১৪ মাসের বেশি সময় ধরে যুদ্ধের পর হিজবুল্লাহর হামলায় প্রচণ্ড ক্ষয়ক্ষতির শিকার হয়ে গত সপ্তাহে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয় তেল আবিব। আমেরিকার মধ্যস্থতায় গত ২৭ নভেম্বর সকাল থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। এর মাধ্যমে হিজবুল্লাহ ও ইসরাইল পরস্পরের ওপর হামলা করবে না বলে প্রতিশ্রুতবদ্ধ হলেও ইসরাইলি বাহিনী লেবাননে আগ্রাসন চালিয়ে আসছিল। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.