বহুল আলোচিত মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার হাইকোর্ট থেকে জামিন পেলেও রবিবার (০১ ডিসেম্বর) কারাগার থেকে মুক্তি পাননি।
বাবুল আক্তার মুক্তি পাবেন এমন আশায় বিকাল থেকে তার বর্তমান স্ত্রী মুক্তা এবং তার ভাইসহ বেশ কয়েকজন স্বজন কারাফটকে অপেক্ষায় ছিলেন। এক পর্যায়ে কারা কর্তৃপক্ষ জানায়, বাবুল আক্তার আজ মুক্তি পাচ্ছেন না।
কারা কর্তৃপক্ষের কয়েকজন সদস্য সাংবাদিকদের জানান, বাবুল আক্তারের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়নি।
এদিকে বাবুল আক্তারের আইনজীবী মামুনুল হক চৌধুরী জানান, বাবুল আক্তারের জামিনের বিরুদ্ধে জামিন স্থগিত চেয়ে আপিল করেছেন মাহমুদা খানম মিতুর বাবা মোশাররফ হোসেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন নগরীর জিইসি এলাকায় ছেলেকে স্কুলের বাসে তুলে দিতে গিয়ে নৃশংসভাবে খুন হন বাবুলের স্ত্রী মাহমুদা খানম মিতু।
এ ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্তে বাবুল আক্তার সেই মামলায় আসামি হন।
গত ২৭ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ বাবুল আক্তারকে জামিন দেন।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.