বাংলাদেশ ইতোমধ্যেই মধ্যম আয়ের ফাঁদে আটকে পড়েছে: শ্বেতপত্র প্রণয়ন কমিটি

বাংলাদেশের অর্থনীতির শ্বেতপত্রের খসড়ায় বলা হয়েছে, মধ্যম আয়ের প্রবৃদ্ধির ফাঁদ আর কোনোভাবে অদৃশ্য নয়, এটি এখন বাংলাদেশে দৃশ্যমান। বাংলাদেশ ইতোমধ্যেই মধ্যম আয়ের ফাঁদে আটকে পড়েছে।
শ্বেতপত্র প্রণয়ন কমিটি বলেছে, আগের সরকারের আমলে কিছু প্রবৃদ্ধি হলেও, তা যেভাবে উপস্থাপিত হয়েছে, আসলে পুরো বিষয়টি তেমন ছিল না।

রবিবার (১ নভেম্বর) প্রকাশিত বাংলাদেশের অর্থনীতির শ্বেতপত্র থেকে এ তথ্য জানাগেছে।

অর্থনীতির ওপর তৈরি শ্বেতপত্রে আমরা দেখার চেষ্টা করেছি দেশের অর্থনীতির এই অবস্থায় আসার মূল কারণ কী? প্রথমেই বের হয়েছে বিনিয়োগের হার, প্রবৃদ্ধির হার এগুলোর তথ্য-উপাত্ত গাফিলতি ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছে।

এই প্রতিবেদনে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কৌশলগুলোরও ব্যাপক সমালোচনা করা হয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.