পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা চরমে উঠলেও তার কোনো উত্তাপ লাগেনি দেশটির পুঁজিবাজারে। দারুণ চাঙা পুঁজিবাজার রাজনৈতিক অস্থিরতা আর সংঘাতকে উপেক্ষা উর্ধমুখী ধারায় ছুটছে। দেশটির পুঁজিবাজারের প্রধান মূল্যসূচক কেএসই-১০০ গত বৃহস্পতিবার নতুন উচ্চতায় পৌঁছেছে। সূচকটি প্রথম বারের মতো এক লাখ পয়েন্ট ছাড়িয়ে যায় সেদিন।
খবর ডন, ডেইলি নিউজ ও ইকোনোমিক টাইমসের।
পাকিস্তান এমনিতেই অনেকদিন ধরে রাজনৈতিক অস্থিরতার ভেতর দিয়ে যাচ্ছে। এর মধ্যে গত সপ্তাহে পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই) পার্টির প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআই ঘোষিত কর্মসূচিকে ঘিরে পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে বেশ কয়েকজন হতাহত হয়।
দেশের সংঘাতময় রাজনৈতিক পরিবেশের মধ্যেও বৃহস্পতিবার (২৮ নভেম্বর) পাকিস্তানের পুঁজিবাজারে সব মূল্যসূচকে বড় উত্থান ঘটে। এদিন কেএসই-১০০ মূল্যসূচক ৯৪৭ দশমিক ৩২ পয়েন্ট (০.৯৫%) বেড়ে এক লাখ ২১৬ দশমিক ৫৭ পয়েন্টে উন্নীত হয়।
বিশ্লেষকদের মতে, রাজনৈতিক অস্থিরতার মধ্যেও দেশটির অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরে আসা, মূল্যস্ফীতি ও সুদের হারের নিম্নমুখী ধারা, তারল্য পরিস্থিতির উন্নতি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন ঋণে সৃষ্ট আশাবাদের ইতিবাচক প্রভাব পড়েছে দেশটির পুঁজিবাজারে। পাকিস্তান সম্প্রতি আইএমএফের সঙ্গে ৭ বিলিয়ন ডলারের একটি ঋণচুক্তি করেছে। ঋণের এই অর্থ ছাড় হলে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে, শক্তিশালী হবে স্থানীয় মুদ্রা ‘রুপি’, আর তার ইতিবাচক প্রভাব পড়বে দেশটির সামগ্রিক অর্থনীতিততে-এমন ভাবনা বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.