ইবিএল কার্ডধারীরা বেওয়াচে পাবে বিশেষ সুবিধা

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) কক্সবাজারে অবস্থিত শীর্ষস্থানীয় হসপিটালিটি প্রপার্টি বেওয়াচের সঙ্গে সম্প্রতি ঢাকায় একটি চুক্তি স্বক্ষর করেছে। চুক্তির অধীনে ইবিএল কার্ডধারীরা বেওয়াচে বিশেষ সুবিধা পাবেন।

শনিবার (৩০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং কক্সবাজারে অবস্থিত শীর্ষস্থানীয় হসপিটালিটি প্রপার্টি বেওয়াচের ক্লাস্টার ম্যানেজার (অপারেশন ও সেলস) মোঃ নিজাম উদ্দিন আল সুমন সম্প্রতি ঢাকায় একটি চুক্তি স্বাক্ষর করেন। চুক্তির অধীনে ইবিএল কার্ডধারীরা বেওয়াচে বিশেষ সুবিধা পাবেন ।

এসময়, অন্যাদের মধ্যে ইবিএলের সিনিয়র ব্যবস্থাপক ও রিটেইল অ্যালাইন্স ফারজানা কাদের এবং বেওয়াচের সহকারী ব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) রাজীব ইসলাম উপস্থিত ছিলেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.