সাড়ে ২২ হাজার কোটি টাকা ছাপানো হয়েছে: গভর্নর

নতুন টাকা ছাপিয়ে দেশের দুর্বল ৬ টি ব্যাংককে তারল্য সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। নতুন করে ছাপানো টাকার পরিমান ২২ হাজার ৫০০ কোটি টাকা।

গভর্নর বলেন, আমি আগে বলেছিলাম, টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে সহায়তা দেয়া হবে না। আগের সে অবস্থান থেকে সাময়িক পিছিয়ে এসেছি।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে গভর্নর এসব কথা বলেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ‘সংকটে থাকা ব্যাংকগুলোকে ২২ হাজার কোটি টাকার বেশি ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকদের বলব, আপনাদের টাকা নিরাপদ। টাকা ফেরত পাওয়া নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না। এ চিন্তা আমাদের।’

তিনি বলেন, ‘আমি আগে বলেছিলাম, টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে সহায়তা দেয়া হবে না। আগের সে অবস্থান থেকে সাময়িক পিছিয়ে এসেছি। ৬টি ব্যাংকে ২২ হাজার ৫০০ কোটি টাকা দেয়া হয়েছে। তবে এ টাকা বাংলাদেশ ব্যাংক বিলের মাধ্যমে বাজার থেকে তুলে নেয়া হবে, যাতে মূল্যস্ফীতি না বাড়ে। সংকুলানমুখী মুদ্রানীতি অব্যাহত থাকবে।’

অর্থসূচক/এএকে

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.