ইউক্রেনে আগের যে কোনো সময়ের চেয়ে দ্রুত অগ্রসর হচ্ছে রাশিয়ার সৈন্যরা। গত মাসে রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনে লন্ডনের অর্ধেক আয়তনের একটি এলাকা দখল করেছে।
বিশ্লেষকরা মনে করছেন, ২০২২-এর ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইউক্রেন রাশিয়া যুদ্ধে রাশিয়ার সেনাবাহিনী এর আগে কখনো এত দ্রুত ইউক্রেনের বিভিন্নও অঞ্চলে অগ্রসর হয়নি।
মার্কিন যুক্তরাষ্ট্র কিয়েভকে যুক্তরাষ্ট্রের সরবরাহ করে সেই ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা আক্রমণ করার অনুমতি দেয়ার পর এ মুহূর্তে যুদ্ধটি সবচেয়ে বিপজ্জনক পর্যায়ে প্রবেশ করেছে।
রাশিয়াভিত্তিক সংবাদমাধ্যম নিউজ গ্রুপ এজেন্টস্টভো এক প্রতিবেদনে বলেছে, রাশিয়া ইউক্রেন-অধিকৃত অঞ্চলের মধ্যে আয়তনের দিক থেকে নতুনভাবে সাপ্তাহিক ও মাসিক রেকর্ড স্থাপন করেছে।
রাশিয়ার সেনাবাহিনী গত সপ্তাহে ইউক্রেনের প্রায় ২৩৫ বর্গ কিলোমিটার (৯১ বর্গ মাইল) দখল করেছে, যা ২০২৪ সালের জন্য একটি সাপ্তাহিক রেকর্ড।
চলতি বছর জুলাই মাসে রাশিয়া পূর্ব ইউক্রেনে দ্রুত অগ্রসর হতে শুরু করে। ওপেন সোর্স মানচিত্র অনুসারে এরপর থেকেই রাশিয়ার অগ্রগতি ত্বরান্বিত হয়েছে। দুপক্ষের কেউই তাদের নিজস্ব ক্ষয়-ক্ষতির সঠিক তথ্য প্রকাশ না করলেও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো হতাহতের সংখ্যা কয়েক লাখ বলে অনুমান করেছে। সূত্র: ডিডাব্লিউ, রয়টার্স
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.