মার্কিন দূতাবাসে খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে গেছেন।

বুধবার দুপুরে আঙ্গুলের ছাপ দিতে তিনি দূতাবাসে যান।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, ‘দুপুর ২টা ২৫ মিনিটের দিকে বেগম খালেদা জিয়া তার বাসা থেকে বের হন। এরপর তিনি মার্কিন দূতাবাসে যান।

দলীয় সূত্র জানায়, আমেরিকার ভিসার কাজের জন্য দূতাবাসে যেতে হচ্ছে খালেদা জিয়াকে।

এর আগে তিনি যুক্তরাজ্যের ভিসার কাজ করেন।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.