আইনজীবী হত্যা: যৌথবাহিনীর অভিযানে আটক ৩০

পুলিশের সঙ্গে চিন্ময় কৃষ্ণের অনুসারীদের সংঘর্ষের সময় চট্টগ্রামের তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় রাতভর অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করেছে যৌথবাহিনী।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) কাজী তারেক আজিজ বলেন, মধ্যরাত পর্যন্ত নগরীর পাথরঘাটা মাথার পট্টি, আন্দরকিল্লা, হাজারী গলি এলাকা অভিযান চালিয়ে যৌথবাহিনী তাদের আটক করেছে। পুলিশ এখন তাদের পরিচয় যাচাই করছে।

এদিকে গতরাতে বন্দরনগরীর আবুল বিড়ি কারখানা এলাকা থেকে আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে আটক করেছে পাহাড়তলী থানা পুলিশ।

পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ বলেন, আটককৃতরা উপজেলা আওয়ামী লীগের ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতা। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তারা এলাকায় আত্মগোপন করে ছিলেন। চট্টগ্রাম আদালত ও নগরীতে উদ্ভূত পরিস্থিতিতে তারা মিছিল বের করার চেষ্টা করছিল।

চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে তার সমর্থক, আইনশৃঙ্খলা বাহিনী ও বিক্ষুব্ধ জনতার ত্রিমুখী সংর্ঘষের ঘটনা ঘটে। এক পর্যায়ে তরুণ আইনজীবী সাইফুল ইসলামকে একটি গলির মধ্যে নিয়ে কু পিয়ে হত্যা করা হয়। তবে রাতে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার বিষয়ে কোনো মামলা হয়নি বলে জানায় পুলিশ।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.