ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, মানুষের ঘরবাড়িতে বোমাবর্ষণকে বিজয় বলে না। শত্রুরা গাজা ও লেবাননে বিজয়ী হয়নি। শত্রুরা গাজা ও লেবাননে বিজয়ী হতে পারবে না। দখলদার ইসরাইলের যুদ্ধবাজ বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যথেষ্ট নয়। নেতানিয়াহু এবং ইহুদিবাদী ইসরাইলের অপর অপরাধী নেতাদের মৃত্যুদণ্ড দিতে হবে।
ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী ‘বাসিজে’র হাজার হাজার সদস্যের এক সমাবেশে তিনি এ কথা বলেন।
সর্বোচ্চ নেতা বলেন, বোকা ইহুদিবাদীরা যেন এটা না ভাবে যে তারা মানুষের ঘরবাড়িতে, হাসপাতালে, জমায়েতস্থলে বোমাবর্ষণ করছে বলেই বিজয়ী হয়ে গেছে। বিশ্বের কেউ এটাকে বিজয় বলে মনে করে না। লেবানন, গাজা ও ফিলিস্তিনে ইসরাইলি অপরাধযজ্ঞের মাধ্যমে তারা যা করতে চায় ফলটা তার উল্টো হবে, অর্থাৎ প্রতিরোধ সংগ্রাম আরও শক্তিশালী ও জোরদার হবে। এটা একটা সার্বিক ও অপরিবর্তনশীল নিয়ম।
তিনি আরও বলেন, আমি বলি বর্তমানে প্রতিরোধ ফ্রন্ট যতটা সম্প্রসারিত হয়েছে, আগামীতে তা আরও কয়েক গুণ বাড়বে। আমেরিকা এই অঞ্চলে নিজের স্বার্থ সুরক্ষিত করতে ইরানে স্বৈরশাসন, একনায়কতন্ত্র, বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে চায়। তিনি বলেন, ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের বিশেষ দু’টি বৈশিষ্ট্য হলো আল্লাহর প্রতি বিশ্বাস এবং আত্মবিশ্বাস। এই দুই বৈশিষ্ট্য নিশ্চিতভাবে সাম্রাজ্যবাদের ওপর বিজয় নিশ্চিত করবে। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.